আজিমপুরে ডাকাতি, শিশু অপহরণ: গ্রেফতার ১
- By Jamini Roy --
- 16 November, 2024
রাজধানীর আজিমপুরে এক বাসায় ডাকাতির পর শিশু অপহরণের ঘটনায় পাঁচজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তিপণের জন্যই ডাকাতির সময় শিশুটিকে অপহরণ করা হয়। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি চারজনকে ধরতে অভিযান চলছে।
গত শুক্রবার (১৫ নভেম্বর) আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে ডাকাতরা প্রায় দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। তবে তারা শুধু মালামাল নিয়ে সন্তুষ্ট হয়নি, ওই বাসার আট মাসের শিশু জাইফাকেও অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে সহায়তা করে।
র্যাবের দল শিশুটিকে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাপলা ডাকাতির সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। জানা গেছে, অপহরণের এক সপ্তাহ আগে শাপলার পরিচয় হয় শিশুটির মায়ের সঙ্গে, যখন তিনি অফিসে যাতায়াত করতেন। এই সূত্রে শাপলা শিশুটির মায়ের কাছ থেকে সাবলেট ভাড়া নেন এবং পরে তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন।
র্যাব আরও জানায়, বর্তমানে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলমান।